বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


দুর্নীতি মামলায় গ্রেফতারকৃতরা অপরাধী, কাউকে বিশেষ সুবিধা দেয়া হবে না: সৌদি এ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
সহ-সম্পাদক

সৌদি এ্যাটর্নি জেনারেল শেখ সাউদ বিন আব্দুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে গ্রেফতারকৃত কারো সাথে বিশেষ ব্যবহার করা হবে না৷ সবাই এখানে অপরাধী৷ সৌদির দূর্তনীতি বিরোধী কমিটি ১১জন শাহজাদা ও কয়েকজন মন্ত্রীসহ ডজন খানেক ব্যক্তিকে দূর্তনীতির অভিযোগে গ্রেফতার করেছে গতকাল৷

এ্যাটর্নি জেনারেল বলেন, গ্রেফতারকৃত সবাই অপরাধী৷ সবার সাথে সাধারণ অপরাধীদের মতো আচরণ করা হবে৷ কারো পদ-পদবীর দিকে লক্ষ্য করা হবে না৷ কারো পদ ইনসাফের পথে বাধা হতে পারে না

তিনি আরো বলেন, দূর্তনীতি বিরোধী কমিটি ইতোমধ্যেই সন্ত্রাসের বিরুদ্ধেও কাজ শুরু করেছে৷ অপর দিকে সৌদি গণমাধ্যম জানিয়েছে গ্রেফতারকৃতদের যাবতীয় সম্পদও বাজেয়াপ্ত করা হতে পারে৷ তখন দূর্নীতিসম্পৃক্ত যেকোনো সম্পদ রাষ্ট্রায়াত্ব সম্পদ বলে গণ্য হবে৷

সূত্র- ডন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ