আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়ামেন সরকার সে দেশের নৌ, বিমান ও স্থল সব ধরনের বন্দর বন্ধ করে দিয়েছে। হুতি বিদ্রোহীদের হাতে ইরানি অস্ত্রের সরবারহ বন্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
সৌদি জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র হামলার পর নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত শনিবার সৌদি আরবের রিয়াদে ইরানে তৈরি এ ক্ষেপনাস্ত্র হামলা হয়। অবশ্য সৌদি নিরাপত্তা বাহিনী লক্ষ্যবস্তুতে আঘাত হানার পূর্বে ক্ষেপনাস্ত্রটি ভূপাতিত করে।
বিবৃতিতে আরও বলা হয়, ইয়ামেনে প্রবেশের সব পথ বন্ধ রাখা হবে। মানবিক সাহায্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাধি নিরাপত্তা বাহিনীর সম্মতি দেশে প্রবেশের সুযোগ পাবে।
সূত্র : আরব নিউজ