আওয়ার ইসলাম : স্বাধীন কাতালোন আন্দোলনের নেতা কার্লেস পুজেমন এবং তার কয়েকজন উপদেষ্টা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার বেলজিয়ামে ব্রাসেলস পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
সোমবার সকালে আদালতে তোলার পর বিচারক সিদ্ধান্ত নেবেন, স্প্যানিশ আদালতের দায়ের করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানায় ওই পাঁচজনকে ফেরত পাঠানো হবে, নাকি জামিনে মুক্তি দেওয়া হবে।
শুক্রবার স্পেনিশ কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রেক্ষিতে তিনি আজ আত্মসমর্পণ করলেন। তবে কার্লেস পুজদেমন বলেছেন, ন্যায় বিচারের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তিনি স্পেনে ফিরে যাবেন না। এদিকে তাকে হাতে পাওয়ার পর বেলজিয়াম পুলিশের এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
স্পেনের প্রধান রাষ্ট্রপক্ষীয় আইনজীবী অ্যাটর্নি জেনারেল হোসে ম্যানুয়েল মাজা পুজদেমন ও তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং জনগণের তহবিলের অপব্যবহারসহ বেশ কিছু গুরুতর অভিযোগ দায়ের করেন। এর ধারাবাহিকতায় তার বিরুদ্ধে সমন জারি করা হয়।
পুজদেমন কাতালোনিয়ার কয়েকজন নেতার সঙ্গে বেলজিয়ামে আসেন। সোমবারই ব্রাসেলসে পৌঁছান তারা। অবশ্য পুজদেমন আগেই জানিয়ে রেখেছিলেন, আশ্রয় নেয়ার উদ্দেশ্যে সেখানে যাননি তারা।
আরএম