আওয়ার ইসলাম : দীর্ঘ ১১ দিনব্যাপী এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপপাইনে যাবেন।
গত ২৫ বছরের মধ্যে এশিয়ায় এটাই কোনো মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘ সফর বলে শনিবার বিবিসি অনলাইন জানিয়েছে।
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম পরিচালনা ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে এ সফরে সংশ্লিষ্টদের দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।
পিয়ংইয়ংয় ইস্যুতে দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনকে ঐক্যবদ্ধ হয়ে আরো শক্তিশালী অবস্থান নেওয়ার প্রত্যাশার কথা জানেয়েছেন ট্রাম্প।
এই সফরের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন সেনা কমপ্লেক্সে পরিদর্শন করবেন। ভিয়েতনামে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন সামিটে যোগ দেবেন। পরে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন।
১৯৯১ সালের শেষ দিকে এবং ১৯৯২ সালের শুরুতে এশিয়ায় সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এমন দীর্ঘ সফর করেন জর্জ এইচ ডাব্লিউ বুশ।
আরএম