আওয়ার ইসলাম
ডেস্ক
রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের জেরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির আরও দু'টি সম্মাননা বাতিল করা হয়েছে।
শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগো সিটি কাউন্সিলে ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে সু'চিকে দেয়া সম্মানসূচক 'ফ্রিডম অব গ্লাসগো' প্রত্যাহার করা হয়। তিনি গৃহবন্দি থাকা কালে ২০০৯ সালে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী হিসেবে তাকে এ উপাধি দেয়া হয়েছিলো।
একইদিন লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে সু'চিকে দেয়া অনারারি প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড বাতিলের সিদ্ধান্ত হয়। ১৯৯১ সালে গণতন্ত্রের প্রতীক হিসেবে লন্ডন স্কুল অব ইকনোমিকস- এলএসই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেয়া হয়।
সম্প্রতি রাখাইনে জাতিগত নিধন ও সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় সু'চির উপাধি কেড়ে নেয়া হলো। এর আগে যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কাউন্সিল তার ফ্রিডম অব অক্সফোর্ড সম্মাননা প্রত্যাহার করে।
আরএম