আওয়ার ইসলাম: কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্বাধীনতাকামী নেতা কার্লেস পুজেমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেণ সরকার। এছাড়াও আরো চারজনের নামে পরোয়ানা জারি করা হয়।
এই সপ্তাহের শুরুর দিকে পুজেমনসহ ওই চার নেতা বেলজিয়ামে চলে যান। তবে বেলজিয়াম সরকার এই গ্রেফতারি পরোয়ানা খতিয়ে দেখবে বলে জানিয়েছে।
এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজেমনসহ সদ্য ভেঙ্গে দেয়া আঞ্চলিক সরকারের আরো চার সাবেক মন্ত্রীর নামে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেনের একজন বিচারক।
তবে, পুজদেমন জানিয়েছেন, ন্যায় বিচার করা হবে এমন নিশ্চয়তা না পেলে তিনি স্পেনে ফিরবেন না।
এর আগে গতকালও কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের ক্ষমতাচ্যুত আট মন্ত্রীকে আটক করে জেলে নেয়া হয় এবং এই ঘটনার প্রতিবাদে বার্সেলোনাসহ কাতালোনিয়ার অনেকগুলো বড় শহরে বিক্ষোভে নামে সাধারণ মানুষজন। সূত্র: বিবিসি