বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


সেনা দখলে আইএসের ‘সবচেয়ে শক্তিশালী ঘাঁটি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জর দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা।

স্থানীয় সময় শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ইউফ্রেতিস নদীর পশ্চিম তীরে অবস্থিত দেইর আল-জর সিরিয়ার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর। দেশটির তেল উৎপাদনের প্রাণকেন্দ্র এটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনার বরাত দিয়ে রয়টার্স বলছে, ‘যৌথ বাহিনীর সহযোগিতায় সেনারা সন্ত্রাসী সংগঠন দায়েশের (আইএস) হাত থেকে দেইর-আল জর সম্পূর্ণ মুক্ত করেছে।’

রাশিয়ার বোমারু বিমান ও শিয়া মিলিশিয়াদের সহযোগিতায় দেইর আল-জর দখলে নেওয়ার পর ইউফ্রেতিস নদীর পশ্চিম তীরে আইএসের আরেক ঘাঁটি আলবু কামালের দিকে ধাবিত হচ্ছে সিরিয়ার সেনারা।

এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কুর্দি ও আরব মিলিশিয়াদের একটি পক্ষ ইউফ্রেতিসের পূর্ব তীরে আইএসকে চেপে ধরেছে।

কয়েক বছর ধরে দেইর আল-জর দখলে নিয়েছিল আইএস। সেপ্টেম্বরের শুরুতে শহরটি দখলে নিতে লড়াই শুরু করে সেনারা।

সিরিয়ার সেনাবাহিনীর মিত্র শিয়া মিলিশিয়াদের সংগঠন হিজবুল্লাহর সামরিক শাখার গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়, বাশারের অনুগত সেনারা এরই মধ্যে আল-হামিদিয়া, শেখ ইয়াসিন, আল-আরজি ও আল-রাশিদিয়া জেলা আইএসের দখল মুক্ত করেছে। বর্তমানে আল-হাওইকা জেলাতেই আইএসের অবস্থান আছে।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ