আওয়ার ইসলাম : আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবিতে যে প্রচারাভিযান চালানো হচ্ছে তাতে মাত্র ১১ দিনের মাথায় প্রায় ১ মিলিয়ন মানুষ স্বাক্ষর করেছেন।
ডেমোক্রেটিক দাতা ও সাবেক হেজ ফান্ড ম্যানেজার টম স্টেয়ার ট্রাম্পের অভিশংসন চেয়ে একটি ওয়েবসাইট খুলেছিলেন। তিনি জানিয়েছেন গত মঙ্গলবারই প্রায় ১১ লাখ ২০ হাজার মানুষ ট্রাম্পের অভিশংসন চেয়ে তার ওয়েবসাইটে স্বাক্ষর করেছে।
সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে উত্তর কোরিয়ার খারাপ সম্পর্ক দেশটির অন্যতম আলোচিত বিষয়। এছাড়া রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সাথে তার সম্পর্ক, প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহারের সিদ্ধান্ত, কোনটাই ইতিবাচক নয় বলে মনে করেন স্টেয়ার। তার মতে, দেশটির নিরাপত্তার জন্য ট্রাম্পের অপসারণ অতি জরুরী একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আমেরিকার গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান ‘গ্যালাপ’ এর মতে, মাত্র ৩৩ শতাংশ মানুষ ট্রাম্পের পক্ষে এবং ৬২ শতাংশ বিপক্ষে।
আরএম