বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


হোয়াইট হাউজে বিন লাদেনের ভুয়া ছবিতে তোলপাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে অতিথি হয়েছিলেন ওসামা বিন লাদেন। এমনটিই দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। ওই কূটনৈতিকের নাম মারিয়া জাখারোভা।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সোমবার এক চ্যাট শো-তে তিনি দাবি করেন। ছবিটি নিয়ে স্যোশাল মিডিয়ায় তোলপাড় হয়েছে।

তবে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে ছবিটি ভুয়া। হোয়াইট হাউজে ওসামা বিন লাদেনের এররকম কোনো ছবি নেই।

মারিয়া ওই টিভি অনুষ্ঠানে আমেরিকান সরকার এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় তদ্বিরকারীদের কর্মকাণ্ড নিয়ে কথা বলার সময় ছবির কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ''মনে আছে হোয়াইট হাউসে ওসামা বিন লাদেনকে আপ্যায়নের সেই অসাধারণ, মাথা-ঘুরানো ছবিগুলোর কথা?"

তিনি মূলত ওসামা বিন লাদেনের সঙ্গে হিলারি ক্লিন্টনের করমর্দনের একটি ছবির প্রতি ইঙ্গিত করেন।

গত বছর ছবিটি রাশিয়ার টুইটার অ্যাকাউন্টে দারুণ হিট ছিল।

বিবিসি রিয়ালিটি চেক অনুষ্ঠান বলছে রাশিয়ার সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া এই ছবি 'ভুয়া' বা 'ফেক'।

হোয়াইট হাউসে ওসামা বিন লাদেনের কোন ফটো আছে বলে জানা যায় না এবং এধরনের অসাধারণ কোন অনুষ্ঠান কখনও ঘটেছিল বলে কোথাও কোন ধরনের তথ্য প্রমাণ নেই।


যে ছবি থেকে জালিয়াতি

বিবিসির অনুসন্ধানে বলা হচ্ছে ছবিটা অবশ্যই ভুয়া। ২০০৪ সালে মিসেস ক্লিন্টন ভারতীয় সঙ্গীতজ্ঞ শুভাশীষ মুখার্জ্জীর সঙ্গে এই ছবি তুলেছিলেন। সেখানে মুখার্জ্জীর মুখের জায়গায় ওসামা বিন লাদেনের মুখের ছবি বসিয়ে দেওয়া হয়েছে।

২০০৪ সালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বুশএবং হিলারি ক্লিন্টন সেসময় ছিলেন নিউ ইয়র্কের সেনেটার।

আমেরিকান তথ্য বিশ্লেষণকারী সাইট স্নোপস্ এই ছবিটি বিশ্লেষণ করে বলেছে ফ্রিকিং ডট কম FreakingNews.com নামেএকটি ওয়েবসাইটে ফটোশপের একটি প্রতিযোগিতার অংশ ছিল এই ছবিটি।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ