আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
সৌদি আরবের মদিনায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা ‘ঐতিহ্য জাদুঘর’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সৌদি আরবের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে এ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। এ জাদুঘর প্রধানত সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি তুলে ধরবে।
মদিনা ইউনিভার্সিটির রেক্টর হাতিম বিন হাসান আল মারজুকি বলেছেন, বিশেষ এ জাদুঘর সৌদি জাতিসত্ত্বার পরিচয়কে শক্তিশালী করবে, পর্যটকদের দৃষ্টি ফেরাবে এবং সৌদি আরবের সংস্কৃতিকে শক্তিশালী করবে।
তিনি সৌদি আরবের ইতিহাস তুলে ধরতে মানুষের কাছে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন প্রেরণের অনুরোধ করেছেন।
আল মারজুকি ঐতিহ্য জাদুঘর প্রতিষ্ঠার জন্য আবদুল্লাহ বিন মুহাম্মদ আল ওতাইবিকে প্রধান করে একটি আহবায়ক কমিটি গঠন করেছেন। এ কমিটি জাদুঘরের থিম, অবকাঠামো, স্থান ও উপকরণ সংগ্রহ করবে।
কমিটিতে আরও রয়েছেন, ওমর বিন আবদুল আজিজ আস সুলাইমি, সুলাইমান বিন মুহাম্মদ আল আতমি, সউদ বিন আবদুল আজিজ আস সালুমি ও রাজা বিন আতিক আল মাওলি।
সূত্র : আরব নিউজ