প্রশ্ন:
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে দু প্রান্ত থেকে একে অন্যকে দেখা যায়। প্রশ্ন হলো বর, কনে ও সাক্ষীগণ যদি উপস্থিত থেকে দুই প্রান্ত থেকে বিবাহ পড়ানো হয় তাহলে এ বিবাহ কি শুদ্ধ হবে?
মতিউর রহমান, টঙ্গী, গাজীপুর
الجواب باسم ملهم الصدق والصواب
উত্তর:
এভাবে বিবাহ পড়ালে বিবাহ শুদ্ধ হবে না। কারণ বিবাহ সহিহ হওয়ার জন্য স্বাক্ষীগণকে বিবাহের মজলিসে উপস্থিত থেকে ইজাব কবুল শোনা জরুরি। আর তা এখানে পাওয়া যাচ্ছে না।
অবশ্য, পাত্র বা পাত্রী তার পক্ষ থেকে কাউকে প্রতিনিধি নিয়োগ করতে পারে। যে প্রতিনিধি দুজন সাক্ষীর সামনে পাত্র বা পাত্রীর পক্ষ থেকে বিবাহ সম্পন্ন করবে।
এর বিস্তারিত ব্যাখ্যা হলো, বিবাহ সহিহ হওয়ার জন্য পাত্র-পাত্রী বা তাদের প্রতিনিধি একই মজলিসে সমবেত হয়ে সরাসরি সাক্ষীগণের সামনে বিবাহের ইজাব কবুল সম্পন্ন করতে হয়। অন্যথায় বিবাহ শুদ্ধ হয় না।
তাই টেলিফোন বা ইন্টারনেটের একপ্রান্তে যদি বর থাকে, আর অন্য প্রান্তে কনে, তাহলে লাউড স্পীকার খোলা থাকলে বা উভয়ের নিকট দু'জন সাক্ষী উপস্থিত থাকলেও শরীয়তের দৃষ্টিতে বিবাহ সংঘটিত হবে না।
তবে টেলিফোন বা ইন্টারনেটে বিয়ে করার প্রয়োজন দেখা দিলে বিবাহের প্রতিনিধি নিয়োগ করা যেতে পারে। প্রতিনিধি তার পক্ষ থেকে সাক্ষীদ্বয়ের উপস্থিতিতে ইজাব কবুল করতে পারে। এত বিবাহ শুদ্ধ হবে।
যেমন কনে বিদেশে অবস্থান রত, সে টেলিফোনে দেশে অবস্থানরত কোনো নিকট আত্মীয়কে তার বিবাহ কোনো নির্দিষ্ট বরের সঙ্গে করে দেয়ার উকিল বানাল।
উকিল সাক্ষীদ্বয়ের উপস্থিতিতে মেয়ের পক্ষ থেকে নির্ধারিত বরকে বিবাহের প্রস্তাব দিল। আর বর তা কবুল করল তাহলে শরীয়তের দৃষ্টিতে বিবাহ শুদ্ধ হবে।
তেমনি বর কাউকে ফোনে উকিল বানালে সেসাক্ষীর উপস্থিতিতে তার পক্ষ থেকে কবুল করে নিলে বিবাহ সংঘটিত হয়ে যাবে।
মোটকথা বিবাহের ইজাব কবুল একই বৈঠকে সাক্ষীদের উপস্থিতিতে হতে হবে। অন্যথায় বিবাহ শুদ্ধ হবে না।
শরয়ী দলীল
في الدر المختار- كتاب النكاح 3/9 وينعقد بإيجاب من أحدهما وقبول من الآخر، وفيه أيضا (3/21) وشرط حضور شاهدين حرين أو حر وحرتين مكلفين سامعين قولهما معا
فى الدر المختار- كتاب النكاح 3/9 ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين مكلفين سامعين قولهما معا
وفي الهداية- 2/306 ولاينعقد نكاح المسلمين إلا بحضور شاهدين حرين عاقلين بالغين مسلمين
وفي الهندية كتاب النكاح 1/268-294 ومنها سماع الشاهدين كلامها معا، وهكذا في فتح القدير
وفي فتاوى عثماني- 2/305 ٹيلي فون پر نکاح نہیں ہو سکتا، نکاح منعقد ہونے کے لئے شرعا یہ ضروری ہے کہ مجلس نکاح میں ایجاب و قبول کرنے والے دو مسلمان مرد یا ایک مرد اور دو عورتوں کی موجودگی اس طور پر ایجاب و قبول کرے کہ یہی دو گواہان ان کی ایجاب و قبول کو سن لیں۔چونکہ ٹیلی فون پر مجلس ایک نہیں ہو تی ہے اگر چہ تصویر آرہی ہو اس لئے نکاح منعقد نہیں ہوگا۔ جواز کی صورت یہ ہے کہ جس مقام پر نکاح ہو رہا ہے، دوسرا اسی جگہ ٹیلی فون پر اپنے لئے کوئی وکیل مقرر کریں پھر وہ وکیل اپنی مؤکل کی طرف سے ایجاب و قبول سرانجام دیں۔
প্রামাণ্য গ্রন্থাবলী:
- বাদায়েউস সানায়ে ২/৫২৭
- ফাতাওয়া হিন্দিয়া ১/২৯৪
- ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮
- সহিহ মুসলিম, হাদীস নং-২৬৫৭
- মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৯৩২
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মুফতি মুহাম্মাদ শোয়াইব
শিক্ষক, জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গী, গাজীপুর
সম্পাদক, মাসিক আলহেরা