মুজাহিদুল ইসলাম
অনুবাদ, আন্তর্জাতিক ডেস্ক
কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ওসেটিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিদ্র মেদোফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গতকাল শনিবার তিনি বলেন, তার দেশ কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট-হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত।
রাশিয়ান বার্তা সংস্হা স্পুটনিক এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, মাত্রই আমি বার্সেলোনা থেকে ফিরেছি। সেখানে আমরা দুতাবাস স্থাপন ও প্রতিনিধিত্বের জন্য অফিস খুলেছি।
কাতালোনিয়া স্বাধীনতার আবেদন করলে দক্ষিণ ওসেটিয়ার নেতৃত্ব তা বিবেচনা করবে।
দক্ষিণ ওসেটিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, কাতালানদের স্বাধীন হতে ও নিজ রাষ্ট্র গঠনের অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কেউ রাখে না।
কাতালান আঞ্চলিক পার্লামেন্ট শুক্রবার এক গোপন ভোটের স্বাধীনতার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে।
অন্যদিকে স্বাধীনতার ঘোষণার পরেই মাদ্রিদ-সিনেট সংবিধানের ১৫৫ধারা অনুসারে কাতালানে কেন্দ্রের সরাসরি শাসন জারির পক্ষে ভোট দেয়।
উল্লেখ্য, দক্ষিণ ওসেটিয়ার স্বাধীনতা এখনো মিমাংসিত নয়। তারা রাশিয়া ও তার মিত্র রাষ্ট্রগুলো তাকে স্বাধীন হিসেবে মেনে নিলেও আমেরিকা ও তার মিত্ররা তা অস্বীকার করছে।
দক্ষিণ ওসেটিয়ার এ ঘোষণাকে অনেকেই কাতালোনিয়ার প্রতি রাশিয়ার স্বীকৃতির পূর্ব নিদর্শন হিসেবে দেখছেন। রাশিয়া ইউরোপের উপর চাপ বাড়াতে এমন করছে বলে অনেকের ধারণা।
সূত্র : স্পুটনিক।