বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গাদের পক্ষে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবিতে ৬ দফা আন্দোলন শুরু করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। এ আন্দোলনের অংশ হিসেবে স্মারকলিপি পেশ করা হয়েছে বিভিন্ন রাজ্যের জেলা প্রশাসকদের নিকট।

তার ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের জেলা প্রশাসকদের নিকটও স্মারকলিপি পেশ করেছে রাজ্য জয়িমতের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সন্ধ্যায় জমিয়তে উলামায়ে হিন্দের প্রেস সচিব ইনযিমাম উল হক এ কর্মসূচির ঘোষণা দেন।

জেলা প্রশাসকের দফতরে জমা দিলেও তা মূলত তৈরি করা হয়েছে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশে।

জমিয়তের স্মারকলিপিতে বিবৃত ৬ দফা হলো,

১. রোহিঙ্গা মুসলিমদের ওপর আক্রমণের অবসান সুনিশ্চিত করে অসহায় সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও স্বাধীনতা রক্ষা করতে হবে।

২. চলমান সহিংসতার আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করতে হবে এবং স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

৩. যেসকল ছিন্নমূল পরিবার ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবিরে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ছাড়াই বাস করছে তাদের পুনর্বাসন দিতে হবে।

৪. রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করতে হবে এবং বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে থাকা মানুষদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে যাতে রাষ্ট্রসংঘের শরণার্থী মর্যাদাসহ অন্যান্য সুরক্ষা পায়।

৫. ভারত, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোকে রোহিঙ্গা ইস্যুটি মানবিকতার সঙ্গে বিবেচনা করতে হবে।

৬. গণহত্যা বন্ধ ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রসংঘে মায়ানমার সরকারকে সময়সীমা নির্দিষ্ট করতে হবে।

জমিয়তে উলামায়ে হিন্দ বলেছে, ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যের জেলা প্রশাসকদের মাধ্যমে রাষ্ট্রসংঘের মহাসচিব ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূতের উদ্দেশ্যেও পাঠানো হয়েছে।

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য প্রেস সচিব ইনযিমাম উল হক রেডিও তেহরানকে বলেন, রাজ্য জমিয়তের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরির নির্দেশে রাজ্যের ১৬ টি জেলা প্রশাসকদের দফতরে আজ ওই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদানে জমিয়তের কর্মী-সমর্থকরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন ও প্রতিবাদ মিছিল সমাবেশে শামিল হন।

সূত্র : টিডিএন বাংলা


সম্পর্কিত খবর