বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


কুরআন তেলাওয়াতকারী বিস্ময়কর তোতা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জর্ডান গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠিয়েছে এক তোতা পাখি। তার বৈশিষ্ট্য হলো সে স্পষ্টভাবে কুরআন তেলাওয়াত করতে পারে। কুরআনের শেষভাগের ৬টি সুরা তার মুখস্থ।

তোতা পাখিটির মালিক জর্ডানের রাজধানী আম্মানের অধিবাসী আবদুল্লাহ আল খায়র। তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক।

তোতা পাখিটির নাম মুদাল্লিল। তার বয়স প্রায় ৭ বছর।  তার মুখস্থ সুরাগুলোর মধ্যে রয়েছে সুরা ইখলাস, সুরা কাউসার, সুরা তাকাসুর। ইত্যাদি।

আবদুল্লাহ আল খায়র বলেন, মানুষ তোতা পাখি পোষে কারণ সে সহজে কথা বলতে পারে। সাধারণত সবাই বিভিন্ন নাম শেখায়, কথা শেখায়। আমি ভাবলাম, সে যদি কথা শিখতে পারে তাহলে কুরআনও শিখতে পারবে। আমি তাকে কুরআন তেলাওয়াত করে শুনিয়েছে, বার বার শুনিয়েছে এবং সে তা মুখস্থ করতে পেরেছে।

সূত্র : আল আরাবিয়া


সম্পর্কিত খবর