বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


নটিংহামে মসজিদ অবমাননাকারী দুই যুবকের সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের জুন মাসে ইংল্যান্ডের নটিংহামের একটি মসজিদের দরজায় শুকরের মাংস ফেলে পবিত্র স্থানের অবমাননা করেছিল ইসলাম বিদ্বেষীরা। এই ঘৃণ্য অপকর্মকারীদের শেষ পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে ইংল্যান্ডের পুলিশ।

২৮ বছরের জেমি মলিঞ্জ এবং ৩‌১ বছরের ম্যাথু স্যারসফিল্ড ১৮ জুন শুকরের মাংস দরজায় ফেলে রেখে জর্জের (বানী ইস্রায়েলিদের পয়গাম্বর) পতাকা মসজিদের সমলে ঝুলিয়ে সেলফি তুলেছিল।

ইংল্যান্ডের আদালত স্যারসফিল্ডকে ১১০ ইউরো জরিমানা এবং জেমিকে ১০ দিনে ৪০ ঘণ্টা মসজিদের সেবা নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছে।

নটিংহাম মসজিদ বোর্ডের প্রধান ড. মোগাল বলেন: এই ঘটনা দেখার পর আমরা আতঙ্কে  এবং অনিরাপত্তা মধ্যে ছিলাম।

ম্যাথু স্যারসাফিল্ড অনুশোচনা করে বলেছেন, এই কাজ করে আমি ভুল করেছি। এরপূর্বে কখনোই আমি এধরনের কাজ করিনি।


সম্পর্কিত খবর