সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :   গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসহায় বস্তিবাসীর জন্য মিরপুরে ১০ হাজার ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

'সবার জন্য আবাসন/কেউ গৃহহীন থাকবে না'- সরকারের এ ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

মিরপুর ১১ নম্বর সেকশনে ১০ একর জায়গার উপর আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ প্রকল্পে ১৪ তলা বিশিষ্ট ৮৫টি ভবনে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। যার মধ্যে প্রথম পর্যায়ে ৫টি ভবন নির্মাণে ব্যয় হবে ১১১ কোটি টাকা।

প্রতিটি ভবনে থাকবে দুটি করে উন্নতমানের লিফট। প্রতিটি ফ্ল্যাটে থাকবে দুটি বেড রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং, বাথরুম, টয়লেট ও একটি করে বারান্দা। সমগ্র প্রকল্প এলাকার ৫০ শতাংশ জায়গা থাকছে রাস্তা, খেলার মাঠ, বনায়ন প্রভৃতির জন্য।

এলাকাভিত্তিক বস্তিবাসীর তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

গৃহায়ন কর্তৃপক্ষের কাছে নগদ অথবা নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিতে হবে ভাড়াটিয়াদের। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে। তবে কেউ চাইলে দৈনিক ভিত্তিতেও টাকা জমা দিতে পারবেন।

আরএম

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ