সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটা হতে বিকাল ৪টা পর্যন্ত জমিয়তের পল্টনস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় চলে।

বর্তমান পরিস্থিতিতে ইসলামী দলের করণীয় বিষয়ে এ মতবিনিময় বলে আওয়ার ইসলামকে জানান ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

তিনি বলেন, মতবিনিময়ে উভয় দলের নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে পরস্পরে খোলামেলা আলোচনা করেন এবং  আগামীতেও এ রকম মতবিনিময় অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

মতবিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরো ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী।

অপর দিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরো ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল কাসেমী।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ