সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন শিক্ষার্থীদের সংঘর্ষ: ইন্ধনদাতাদের সতর্ক করলেন প্রেস সচিব

কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আজ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আল্লামা নুরুল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসম্মেলনে জাতির সম্মুখে ৮ টি প্রস্তাব পেশ করা হয়েছে। সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস সংগঠনের পক্ষে উক্ত প্রস্তাবাবলী সবার সামনে পেশ করেন। উপস্থিত জনতা সমস্বরে সকল প্রস্তাবকে জোর সমর্থন জানিয়েছেন।

এক. এদেশে এক শ্রেণীর লোক হযরত মুহাম্মদ (সা.) কে শেষ নবী হিসেবে বিশ্বাস ও স্বীকার করেনা। বরং গোলাম আহমদ কাদিয়ানীকেও তারা নবী হিসেবে স্বীকার করে। এরা নিজেদেরকে আহমদিয়া জামাত দাবী করে কোরআন, হাদীস ও ইসলামী বিভিন্ন পরিভাষা ব্যবহার করে সহজ সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করে চলেছে। আহমদিয়া নামধারী কাদিয়ানীরা যেহেতু হযরত মুহাম্মদ (সা.) কে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না- তাই কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা কাফের।

সুতরাং তাদের এই সকল অপতৎপরতা বন্ধ করে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ও কাফের ঘোষনা করার জন্য আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সরকারের নিকট জোর দাবী জানাচ্ছে।

দুই. এই সম্মেলন খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে, কওমি মাদরাসার শিক্ষার্থীরা বরাবরই বৈষম্যের শিকার। রাষ্ট্র, সমাজ ও মানবতার পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। বিগত সরকারের আমলে কওমি মাদরাসার তাকমিল তথা দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান স্বীকৃতি দেয়া হলেও এখনো এর যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের কোন সদিচ্ছা পরিলক্ষিত হচ্ছেনা।

তাই আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদের যথাযথ মূল্যায়ন ও এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছে।

তিন. এই সম্মেলন গভীর পর্যবেক্ষণের সাথে লক্ষ্য করছে যে, জাতীয় শিক্ষাক্রম বিশেষ করে প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষা সিলেবাস থেকে ইসলামী তাহযীব তামাদ্দুন ও নবী - সাহাবীগনের জীবনী বিয়োজন করে ইসলাম বিরোধী, নীতি নৈতিকতার পরিপন্থী- চরিত্র বিধ্বংসী বিষয়াদি সিলেবাসে অন্তর্ভুক্ত করে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী শিক্ষা বিস্তারের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। তাই এ সম্মেলন ঐসকল কুচক্রীমহলের ষড়যন্ত্র বন্ধের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছে।

চার. এই সম্মেলন সাম্প্রতিককালে অতীব বেদনা দুঃখের সঙ্গে লক্ষ্য করছে যে, ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর আক্রমণ অব্যাহত রয়েছে। মুসলমানদেরকে নিধন করার এজেন্ডা বাস্তবায়নে সকল প্রকার ষড়যন্ত্র করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গুলো রাস্ট্রীয় মদদে ও সহযোগিতায় ক্রমেই অগ্রসর হচ্ছে।

এছাড়াও ফিলিস্তিনের গাজ্জায় জায়নবাদী ইয়াহুদীরা নিরীহ মুসলমানদের উপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অমানবিক ও বর্বরোচিত হামলা করে নির্বিচারে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করে চলেছে।

এই অবস্থায় আজকের মহাসম্মেলন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। অবিলম্বে মুসলিম নির্যাতন ও নিধনের সকল প্রকার ষড়যন্ত্র বন্ধের দাবী জাতিসংঘ এবং ও.আই.সি সহ আন্তর্জাতিক সকল ফোরামে উত্থাপনের জন্য অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জোর আহবান করছে।

পাঁচ. এই সম্মেলন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, একটি উগ্রবাদী ইসলাম বিদ্বেষী ও দেশের স্বার্থবিরোধী সংগঠন 'ইসকন'— তাদের হীন কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টে উস্কানি দিচ্ছে। তারা ভারতের মতো এদেশেও সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অশুভ পাঁয়তারা করছে। ইতিমধ্যে এ উগ্র সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উস্কানীসহ নানাভাবে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতঃ সরাসরি দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে।

তাই আজকের আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবী জানাচ্ছে।

ছয়. নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্ধ্বমুখী অগ্নিমূল্যের ফলে সাধারণ মানুষের জীবন যাপন কঠিন সংকটে পড়েছে। এমতাবস্থায় উর্ধ্বমুখী দ্রব্যমূল্যের লাগাম ধরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কমিয়ে সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনার লক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অন্তর্বর্তী সরকারের নিকট জোর আহবান করছে।

সাত. এই সম্মেলন গভীর বেদনার সাথে জানাচ্ছে যে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের বহু আলেম উলামাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করা হয়েছিলো এবং শীর্ষ অনেক আলেমদের  বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছিলো।

চব্বিশের স্বাধীনতার পর অনেক আলেম উলামা কারামুক্ত হলেও মিথ্যা মামলা গুলো আজও বহাল তবিয়তে আছে৷  ফলে বহু আলেমদের এখনো মামলার হয়রানী থেকে রেহাই মিলছে না।  এহেন পরিস্থিতিতে আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০১৩ সালের হেফাজতের মামলাগুলো সহ আলেমদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানাচ্ছে।

পরিশেষে, আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন গত জুলাই-আগস্ট এর ছাত্র-জনতা ও কৃষক-শ্রমিকের গন অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের মাগফিরাত কামনা করছে এবং আহতদের যথার্থ চিকিৎসা প্রদান করার উদ্যোগকে মোবারকবাদ জানাচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ