সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

পাচারকৃত টাকা উদ্ধারে কাজ করতে হবে: মাওলানা ইমতিয়াজ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলণ বাংলাদেশ-এর সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, আওয়ামী শাসনামলে হাজার হাজার লড়্গ কোটি অর্থ পাচার হয়েছে। এই পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে উদ্যোগে নিতে হবে। সেইসাথে দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতামকর্মীদের বাসায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করতে হবে। বিগত ১৬ বছরে দেশের সব টাকা আওয়ামীদের হাতে। যা আমু সাহেবের টাকার জাজিম দেখলেই বুঝা যায়।  তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠজনেরা এই দেশকে দেউলিয়া করে দিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা শাখা আয়োজিত সেনবাগ মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েণ্ট সেক্রেটারী জেনারেল মুফতি মো¯ত্মফা কামাল, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাস্টার নেয়ামতুলস্নাহ, মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাওলানা নুরম্নল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, যুবনেতা মোরশেদ আলম, মুহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা আব্দুর রহিম বশির। সেনবাগ উপজেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, শেখ হাসিনার আমলে এস আলম গ্রম্নপ একাই ১০ বিলিয়ন ডলার পাচার করেছে। সাত বিলিয়ন তাঁর আরও ঘনিষ্ঠজনেরা পাচার করেছেন। অšত্মতপড়্গে ১০০ বিলিয়ন ডলারের বেশি পাচার হয়েছে। এই দেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার। সেখানে ১০০ বিলিয়ন ডলার পাচার করা হলে আর কী থাকে। জমি দখল, ব্যবসা-বাণিজ্য দখল, উন্নয়নের নামে লুটপাট, বিদেশে টাকা পাচার এই ছিল ফ্যাসিস্ট সরকার।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। কঠোর হাতে সিন্ডিকেটকে ভাঙতে ব্যর্থ হলে সরকারের বিরম্নদ্ধে জনমত চলে যাবে।তিনি বলেন, দেশময় নতুন করে চাঁদাবাজি শুরম্ন হয়েছে। এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। ছাত্র-জনতার গণবিপস্নবকে চাঁদাবাজদের কারণে নস্যাৎ হতে দেয়া যাবে না। তিনি বলেন, দেশে জাতীয় সরকার গঠনের মাধ্যমে দলীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রম্নখে দিতে হবে। এজন্য সংখ্যানুপাতিক নির্বাচন চায় দেশের অধিকাংশ রাজনৈতিক দল। এ পদ্ধতিতে নির্বাচন হলে এককভাবে কোন দল সরকার গঠন করতে পারবে না এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের অভয়ারণ্যেও দেশ পরিণত হবে না।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ