নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জামেআ মারকাযুল ইহসানে আজীবন সদস্য সম্মেলন ৩০ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডেমরার পাইটি এলাকার ‘গুলশানে আল্লামা শাহ আবদুল মতীন কমপ্লেক্সে’ (যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ডেমরা রোডে কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টারের মাঝামাঝি মহাসড়ক সংলগ্ন) এ সম্মেলন হবে।
কমপ্লেক্সটির সামগ্রিক উন্নয়ন বিশেষত আর্থিক খেদমতের সহযোগিতার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, তরজুমানে আকাবির, শাইখুল হাদিস, শাইখুল উলামা হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দা.বা.-এর শিক্ষা, আদর্শ ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত আমাদের প্রানপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান জামেআ মারকাযুল ইহসান পরিচালিত হচ্ছে। এই সম্মেলনে আমাদের সম্মানিত সব সদস্য দায়িত্বশীলতার সাথে উপস্থিত থাকবেন।
★ ইনশাআল্লাহ সকলে ‘বার্ষিক অনুদান' সাথে নিয়ে আসবো।
★ তাছাড়া, মাদরাসার সাধারণ ফাণ্ড, জমি ক্রয় ফাণ্ড, ভবন নির্মাণ ফাণ্ড এবং তালেবে-এলেমদের খেদমতের ফাণ্ডে (যাকাত ফাণ্ডে) সহযোগিতারও সুযোগ রয়েছে।
★ প্রত্যেকে নতুন আজীবন সদস্য করার লক্ষ্যে আপনজন ও বন্ধুজনদের সাথে নিয়ে আসার ফিকির করবো।
★ আগত মেহমানদের জন্য দুপুরের আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
প্রত্যেক সদস্য মাদরাসায় পৌঁছে সুশৃঙ্খল ব্যবস্থাপনার লক্ষ্যে ‘বার্ষিক অনুদান' জমা দেয়ার পর কাউন্টার হতে নতুন ব্যাজ নিয়ে সম্মেলন কেন্দ্রে প্রবেশ করব।
আজীবন সদস্য হওয়ার ৬টি প্রক্রিয়া-
১. বার্ষিক ১ লক্ষ টাকা বা ততোধিক
২. বার্ষিক ৫০ হাজার টাকা
৩. বার্ষিক ২৫ হাজার টাকা
৪. বার্ষিক ১০ হাজার টাকা
৫. বার্ষিক ৫ হাজার টাকা
৬. বার্ষিক ৩ হাজার টাকা
যাতায়াত: পাইটি, ডেমরা, ঢাকা। (যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ডেমরা রোডে কোনাপাড়া ও স্টাফ-কোয়ার্টার-এর মাঝামাঝি মহাসড়ক সংলগ্ন)
উল্লেখ্য, সম্মেলনে কেবলমাত্র আজীবন সদস্যগণ এবং সদস্য হতে আগ্রহীগণ আমন্ত্রিত, শ্রোতা ও দর্শনার্থী হয়ে না আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন-
মাওলানা আশেকে এলাহী, জামেআ মারাকাযুল ইহসানের সিনিয়র মুহাদ্দিস, +8801314803334