আওয়ার ইসলাম: সোমবার জর্ডানের রানী রানিয়া আবদুল্লাহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় তিনি রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে রানিয়া আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটেছে তা অমানবিক। নির্যাতনের বর্ণনা মতে এটি আইয়ামে জাহেলিয়াকেও হার মানায়। তাই ন্যায় বিচারের স্বার্থে বিশ্ববাসীর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, জর্ডান নিপীড়িত রোহিঙ্গাদের পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ।
রানিয়া আবদুল্লাহ অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ব্যাপক প্রশংসা করেন।
তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আশ্রিতদের অধিকাংশই নারী-শিশু ও বৃদ্ধ। জাতিসংঘের উচিত এদের বিশেষ যত্ন নেয়া।
শিশুদের সঙ্গে রানিয়া আবদুল্লাহ। ছবি: বাংলা ট্রিবিউন
পাশাপাশি রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে নিরলস কাজ চালাতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানান তিনি।
সোমবার বেলা ১২টা ৩৫ মিনিটে জর্ডানের রানী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এরপর তিনি রোহিঙ্গা বস্তি ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক এনজিও পরিচালিত স্কুলগুলো পরিদর্শন করেন।
রানিয়া আবদুল্লাহ শুধু ক্যাম্প পরিদর্শনই নয় রোহিঙ্গা শিশুদের সঙ্গে কিছুক্ষণ খেলে তাদের আনন্দ দেয়ার চেষ্টাও করেন।
এর আগে বেলা ১১টা ০৯ মিনিটে তাকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। এরপর তার গাড়ি বহর রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেয়।
রোহিঙ্গদের দেখতে এবার বাংলাদেশে আসছেন জর্দানের রানি