মুহাম্মদ জুবাইর
টেকনাফ
টেকনাফের শাহপরীরদ্বীপে রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার নুরুল আমিনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে টেকনাফ থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামানের নেতৃত্বে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে রাতেই আটক ইউপি মেম্বারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের সাজা প্রদান করে মঙ্গলবার সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আটক ইউপি মেম্বার টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নং ইউপি মেম্বার ও শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফের কোন নৌকা বা ট্রলারকে মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও উক্ত ইউপি মেম্বারের এলাকা থেকে বারবার নৌকা গিয়ে রোহিঙ্গাদের আনতে গিয়ে সাগরে ডুবে এপর্যন্ত দেড় শতাধিক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
এব্যাপারে ইউপি মেম্বার নুরুল আমিন প্রশাসনকে সহায়তা না করে দালালদের সহায়তা করে যাচ্ছিলেন বলে জানান তিনি।