শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

তারা চোখ থাকিতে অন্ধ; মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের ব্যাপারে কিছু এগোচ্ছে না বলে যাঁরা অভিযোগ করেন, তাঁদের সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘অনেকে বলেন, কই, কিছু তো এগোচ্ছে না। তাদের বলব, তাদের কপাল মন্দ, তারা থাকিতে চোখ থাকিতে অন্ধ।’

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে সৌরবাতি বিতরণের সময় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আন্তর্জাতিক কূটনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে এগিয়ে যাচ্ছেন । এ কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি বলেছেন যে যারা সত্যিকারের রোহিঙ্গা, তাদের ফেরত নেবেন। , ‘এর আগে তো “হ্যাঁ” শব্দটাও বলেননি। উল্টো বলেছিলেন, তাঁরা এ দেশের নাগরিকই না। তাঁদের আমরা নেব না। এখন তাঁরা বলতে বাধ্য হচ্ছেন।

মুক্তিযুদ্ধের সময়ের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমরাও একটা দেশে আশ্রয় নিয়ে ছিলাম। তাই রোহিঙ্গা যখন আমাদের কাছে আশ্রয় নিতে এসেছিল, তখন আমরা তাদের ফিরিয়ে দিতে পারি নাই। আমাদের নেত্রী শেখ হাসিনা কীভাবে রোহিঙ্গাদের বুকে টেনে নিয়েছেন, তা আপনারা দেখেছেন।

উপজেলার নয়টি ইউনিয়নের ২৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৫৬০ শিক্ষার্থী, ১৮০ জন পিয়ন ও আয়া, ৩৭৭ জন ইমাম, ৩৫১ জন মুয়াজ্জিন, আটজন ধাত্রী, ৪৪ জন সেবায়েত ও পুরোহিতের মধ্যে তিন হাজার ৪৪৮টি সৌরবাতি বিতরণ করেন মন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গনি, সেনাবাহিনীর ডিজেল প্ল্যান প্রকল্পের কর্মকর্তা মো. শামীম, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সহসভাপতি আবদুস সবুর, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, নারী ভাইস চেয়ারম্যান আজমতারা, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএম

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ