শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

সীমান্তে অপেক্ষায় থাকা রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ৪ দিন ধরে কক্সবাজারের উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে নোম্যান্স ল্যান্ডে অপেক্ষায় থাকা রোহিঙ্গারা প্রবেশ করছে বাংলাদেশে। এদিকে, মিয়ানমার থেকে আসা হাজার হাজার রোহিঙ্গা যেন, অন্যদিকে ছড়িয়ে যেতে না পারে, এ জন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা দেয়ার পর তাদের সরিয়ে নেয়া হচ্ছে কুতুপালং আশ্রয় শিবিরে।

চারদিন নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢোকার সুযোগ পেয়েছে হাজার হাজার রোহিঙ্গা। সকাল ১০ টা থেকে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তের নো ম্যানস ল্যান্ড অতিক্রম করে তারা বাংলাদেশের মূল ভূখণ্ডে আসেন। গত সোমবার তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধার কারণে তা সম্ভব হইনি।

রোহিঙ্গারা বলেন, 'আমাদের পাড়ার সবকিছু পুড়িয়ে দিয়েছে। আমরা কিছুই করতে পারি নাই। তাই চলে এসেছি। আমাদের জায়গা জমি কিছুই নেই। রাত হলেই তারা সবকিছু পুড়িয়ে দেয়। মা-বোনদের বাঁচাতে তাই চলে এসেছি।'

উল্লেখ্য গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে সংঘাত শুরু হওয়ার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়। এরমধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ৫ লাখ ত্রিশ হাজারের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আর পহেলা অক্টোবরের পর থেকে শুরু হয়েছে আবারো রোহিঙ্গা ঢল। যা এখনও অব্যাহত রয়েছে।

আরএম

 

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ