শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

রোহিঙ্গা ইস্যুতে ভোটাভুটি; বাংলাদেশ পেল ১০২৭ ভোট, মিয়ানমার ৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যার বিষয়টি রাশিয়ায় চলমান ১৩৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ইমারজেন্সি বিষয় হিসেবে গৃহীত হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ পেয়েছে ১০২৭ ভোট আর বিরোধিতা করে মিয়ানমার পেয়েছে মাত্র ৪৭ ভোট।

বুধবার জাতীয় সংসদের গণসংযোগ থেকে পাঠানো এক বিবরণীতে এমন তথ্য জানানো হয়।মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ববাসীর জনমতের প্রতিফলন আইপিইউ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় আসা।

আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহল দেখছে খুবই গুরুত্বের সঙ্গে।

জানা গেছে, সারাবিশ্বের ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরাম হচ্ছে এই সংস্থাটি।আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ায় আন্তর্জাতিক মহলে এর গুরুত্ব বেড়ে গেছে। আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের চাইতেও পুরনো আইপিইউ।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া রাখাইনে জাতিগত নিধনের নির্মমতার চিত্র রাশিয়ার প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। এসময় রাশিয়ার ডেপুটি স্পিকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে মানবিক সাহায্য সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, আইপিইউ সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের কোন প্রস্তাবনা গৃহীত হওয়ার ঘটনা এবারই প্রথম। আজ সমাপ্ত আইপিইউ সম্মেলনে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ এমপিসহ অন্য সাংসদরা। রাশিয়া সংসদীয় দলের পক্ষে নেতৃত্ব দেন রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার ইলিয়াস উমা খান।

আরএম

 

 

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ