আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, মিয়ানমার সরকারের মানব ইতিহাসের মুসলিম গণহত্যার ফলে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছে আজকের মিয়ানমার। মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় নীতি হচ্ছে, রোহিঙ্গা মুসলিমদের নির্মূল।
মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, যারা গণহত্যা, ধর্ষণ ও অগ্নি সংযোগের মত জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ করে তাদের ন্যায় মগদস্যু, পাপীষ্টদের উপর মানবিকতা , নসিহত ও কাকুতি-মিনতি আদৌ কোন প্রভাব ফেলবে না। এ সমস্যার সমাধান খুঁজতে হবে পবিত্র কুরআন থেকে। শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে।
তিনি বলেন, ইতিহাসের শিক্ষা হলো, অতীতে ইসলামের কোন অধিকৃত ভূমিই স্রেফ কাকুতি-মিনতির মাধ্যমে মুক্ত হয়নি। অধিকৃত প্রতিটি ভূমিই মুসলমানদের রক্তের মূল্যে আজাদ করতে হয়েছে। জালিম ও জুলুমের বিরুদ্ধে রোখে দাঁড়ানো কোরআনী বিধান। তাই মুমিনের দায়িত্ব হলো কোরআনী বিধানের আলোকে এগিয়ে যাওয়া।
ইসলামী ঐক্যজোট মহাসচিব আরো বলেন, মায়ানমার সরকার বিগত ৫০ বছর যাবত প্রমাণ করেছে, মায়ানমার রোহিঙ্গা মুসলিমদের জন্য একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড। ফলে বিকল্প পথ ছাড়া কোন পথও নেই। বিকল্প সে পথটি হলো, স্বাধীন আরাকান প্রতিষ্ঠা অথবা বাংলাদেশের সাথে আরাকানের অন্তর্ভূক্তি।
রোহিঙ্গা মুসলমান কোনটি চায় তা নিয়ে রোহিঙ্গা মুসলিমদের মাঝে গণভোট হতে হবে। রোহিঙ্গ মুসলিমদের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য এ পথেই হাঁটতে হবে।
রোববার বিকাল তিনটায় ইসলামী ঐক্যজোট ফরিদপুর জেলা নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতা কালে মহাসচিব মুফতী ফয়জুল্লাহ একথা বলেন।
আরো বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মুফতী সাখাওয়াত হোসাইন, জেলা সভাপতি, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ, শেখ ফরিদ, মাওলানা হাফেজ মোস্তফা, মাওলানা নেজামুদ্দীন, মাওলানা ইমাম লিয়াকত হোসাইন, মাওলানা মাহমুদুর রহমান, তৈয়্যেবূর রহমান, ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান প্রমুখ।