আওয়ার ইসলাম : সৌদি রাজ প্রাসাদে সন্ত্রাসী হামলার নিন্দা করেছে কাতার। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার প্রকাশিত এ বিবৃতিতে নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনাও জানিয়েছে কাতার সরকার।
গতকাল পশ্চিম জেদ্দায় সৌদি রাজপ্রসাদের চেকপোস্টে এ হামলা হয়।
সৌদি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণকারী স্বয়ংক্রিয় অস্ত্র ক্লাসিনকোভে ফায়ার করতে করতে রাজপ্রাসাদের গেট করতে চেয়েছিলো। এ হামলায় দুজন নিরপত্তা কর্মকর্তা নিহত হয়েছে।
আক্রমণকারী মনসুর আল আমরি (২৮) একজন সৌদি নাগরিক।
তবে এ রাজপ্রাসাদ নিয়মিত বসবাসের জন্য নয়। বরং এখানে সৌদি রাজপরিবারের সদস্যগণ গ্রীষ্মের সময় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেন।