আওয়ার ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কুতুপালং ক্যাম্পে অস্থায়ীভাবে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রমন্বয়ে অন্যসব ক্যাম্পও গুটিয়ে নেয়া হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘এখন থেকে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক হিসেবে তারা (রোহিঙ্গা) পরিচিত হবেন।’
মন্ত্রী বলেন, সবাইকে কুতুপালং ক্যাম্পে রাখার সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পের ভেতরে নিরাপত্তা, শৃঙ্খলা, খাদ্য সরবরাহ, স্যানিটেশন, রেজিস্ট্রেশন ও চিকিৎসা দেওয়াসহ সব কাজ সুচারুভাবে করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।