পদার্থবিদ্যায় চলতি বছর নোবেল পেলেন তিন বিজ্ঞানী। যথাক্রমে রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ এবং কিপ এস থোর্নের নাম ঘোষিত আজ ঘোষণা করে নোবেল কমিটি।
লিগো (লেজার ইন্টেরফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি) ডিটেক্টর এবং মহাকর্ষীয় তরঙ্গ গবেষণায় অসাধারণ অবদানের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আজ মঙ্গলবার এই পুরস্কারের জন্য এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েব অভজারভেটরির (লাইগো- ভিরগো) প্রতিষ্ঠানে গবেষণার কাজ চালিয়ে গেছেন তারা।
গত বছর ফেব্রুয়ারিতে ব্ল্যাক হোলে মহাকর্ষীয় তরঙ্গ (গ্র্যাভিটেশনাল ওয়েভ) শনাক্ত করার যুগান্তকারী ঘোষণা দেওয়া হয়। লিগো আসলে এক জোড়া ডিটেক্টর। এ দুটোর অবস্থান আমেরিকায়। এই যন্ত্রের মাধ্যমেই মহাকর্ষীয় তরঙ্গ সরাসরি শনাক্ত করা হয়। গত বছরই নোবেলের জন্য থোর্নে এবং ওয়েসের নাম ঘোষণার সম্ভাবনার কথা সবাই ভেবেছেন।