শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

আসছে ব্যাটারি বিহীন মোবাইল ফোন! লাগবে না চার্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মোবাইলের চার্জ নিয়ে ‍চিন্তার শেষ নেই। দ্রুত ফুরিয়ে যাচ্ছে চার্জ। কোথাও গেলে সঙ্গে লাগবে পাওয়ার ব্যাংক। ইত্যাদি হিসাব পাল্টে যাচ্ছে শিগগির।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল প্রকৌশলী তাই জানিয়েছেন। কারণ, তাঁরা তৈরি করে ফেলেছেন বিশ্বের প্রথম ব্যাটারিবিহীন মোবাইল।

ব্রিটিশ গণমাধ্যম টেকরাডারও জানাচ্ছে, প্রকৌশলীদের একটি দল সম্পূর্ণ ভিন্ন একটি রাস্তা বেছে নিয়েছে মোবাইলের প্রয়োজনীয় শক্তি জোগান দেওয়ার জন্য। তাঁরা এমনভাবে মোবাইলটির নকশা করেছেন যে এটি আশপাশের রেডিও সিগন্যাল বা আলোকতরঙ্গের সাহায্যে নিজেকে চার্জ করে নিতে পারবে।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের পল জি এলেন স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক এবং গবেষণাপত্রের সহলেখক শ্যাম গোল্লাকোটা বলেন, ‘আমরা এমন একটি মোবাইল তৈরি করছি, যার শক্তি খরচের পরিমাণ একেবারে শূন্যের কোঠায়।’

মোবাইলটিতে এমন একটি ডিভাইস ব্যবহার করা হচ্ছে, যা মোবাইলের জন্য পরিবেশ থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করবে। আশপাশের রেডিও সংকেত সংগ্রহ করার জন্য ডিভাইসটিতে একটি অ্যান্টেনা থাকার পাশাপাশি সৌরশক্তি সংগ্রহের জন্য চালের মতো ক্ষুদ্র একটি সৌর প্যানেলও থাকবে। আর এ কাজ করার জন্য ডিভাইসটির শক্তি খরচের পরিমাণ মাত্র ৩ দশমিক ৫ মাইক্রোওয়াট।

গোল্লাকোটা বলেন, ‘একটি ডিভাইস, যেটা নিজে খুবই অল্প শক্তি খরচ করবে, আবার গোটা মোবাইলকে চালানোর মতো শক্তিও সরবরাহ করবে। এ দুটি দিক মাথায় রেখে আমাদের ডিভাইসটির নকশা করতে হয়েছে।’

গত ১ জুলাই ‘প্রসিডিং মেশিনারি অন ইন্টারঅ্যাকটিভ মোবাইল, ওয়্যারেবল অ্যান্ড ইউবিকুইটাস টেকনোলিজ’ শিরোনামে একটি জার্নালে এ-সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ