আওয়ার ইসলাম : টুইটারে নিজস্ব ইমোজিসহ একটি একাউন্ট খোলা হয়েছে মুসলমানদের পবিত্র স্থান কাবার নামে।একাউন্টির নাম হোলিকাবা। সেখান থেকে গতকাল টুইটও করা হয় ।ইতোমধ্যে এই টুইটার একাউন্টটি ফলো করছে হাজার হাজার মানুষ।
মসজিদে হারামে অবস্থিত পবিত্র কাবা-মুখী হয়েই সারা বিশ্বের মুসলিমরা নামাজ পড়েন। বৃহস্থপতিবার মক্কায় হজ পালনের জন্য জড়ো হয়েছিলেন প্রায় বিশ লাখ মুসলিম।তখন থেকেই @হোলিকাবা টুইটার একাউন্ট থেকে টুইট করা শুরু হয়।
হোলিকাবা একাউন্টের লিংক - https://twitter.com/HolyKaaba
এই টুইটার একাউন্ট থেকে বৃহস্পতিবার লাইভ পেরিস্কোপ ভিডিওতে কাবা শরীফের 'কিসওয়া', অর্থাৎ কাবা শরীফ গিলাফ বদলানোর দৃশ্য দেখানো হয়।
হাজার হাজার মানুষ এই ভিডিও দেখেন এবং এটি রি-টুইট করেন।কাবা শরীফের নামে টুইটার একাউন্টটি খোলা হয় গত মার্চে। কিন্তু এটি আসলে সচল হয় গত বৃহস্পতিবার।
এই একাউন্ট থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৮টি টুইট করা হয়। তখন পর্যন্ত এই একাউন্টের ফলোয়ার ছিল ২৭ হাজারের কিছু বেশি।
আরএম