আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলমান নির্যাতন রোধে ও রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার আগ্রহকে স্বাগত জানায়েছে বাংলাদেশ।
বুধবার (৩০ আগস্ট) ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূত রিনা প্রিথিয়াসমিয়ারসি সোমারনো পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে মঙ্গলবারের আলোচনার সূত্র ধরে মাহমুদ আলী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাহমুদ আলী রাখাইন মুসলিমদের বাংলাদেশে অনুপ্রবেশের জন্য উদ্বেগ প্রকাশ করেন।
রাখাইনের সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য কফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন পরামর্শক কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নিরাপত্তা সমস্যা সমাধানে বাংলাদেশ যে কোনও ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
আরএম