রাজধানীর শায়খ জামিল মাদরাসায় একাধিক বিভাগে ভর্তি চলছে
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৪, ১২:৪১ দুপুর
নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরে অবস্থিত শায়খ জামিল মাদরাসায় ইফতা, আদব, মাদানি নেসাবে ( ১ম ও ২য় বর্ষ) ভর্তি চলছে।

জানা যায়, গত মঙ্গলবার ( ৬ শাওয়াল ) থেকে ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষের ফরম বিতরণ ও ভর্তিপরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বিভাগ সমূহ-

ইফতা বিভাগ (১ বছর )

হাইয়া পরীক্ষায় মুমতাজ বা জায়্যদ জিদ্দান হলে মার্কশিট দিলে ভর্তির পরিক্ষার প্রয়োজন নেই

আদব বিভাগ

(১ বছর , আরবি ভাষায় দূর্বল ছাত্রদের জন্য)

মাদানি নেসাব

(১ম বর্ষে-উর্দূ, তাইসির, মিজান। ২য় বর্ষে - নাহবেমীর বেফাক পরীক্ষার অন্তর্ভুক্ত)

ভর্তি ফি: ৩৫০০/-

আলমারী ফি: ৫০০/-

খাবার বাবদ: ৩০০০/- (সাদ্য অনুযায়ী)

মাসিক বেতন: ৭০০/-

বি. দ্র: এতিম,গরিব, অসহায়, দরিদ্রও জাকাতেরযোগ্য হলে খাবারের টাকা কমানো ‌হয়।

মাদরাসার বৈশিষ্ট্য:

> দারুল উলুম দেওবন্দের শিক্ষা কারিকুলামে দেশ-বিদেশের স্বনামধন্য উস্তাদের তত্ত্বাবধানে, পৃষ্ঠপোষকতা, দোয়া ও সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত।

> দেওবন্দ, মারকাযুদ দাওয়াহ , মালিবাগের ফুযালাদের মাধ্যমে নিয়মিত দরস প্রদানের সু-ব্যবস্থা।

> ইলমী যোগ্যতার সাথে আদর্শবান, বা আমল একজন দরদি দাঈ হিসাবে গড়ে তোলার ফিকির করা।

> ইলমী বাহাস, মুনাজারা,মাকালা লেখা ও সহজ ভাষায় উপস্থাপনের প্রশিক্ষণ।

> আরবি কিতাব পড়া, কথা বলা, বোঝা ও সরাসরি আরবি কিতাব থেকে তথ্য সংগ্রহের যোগ্যতা অর্জন।

> দূর্লভ কিতাবের বৃহৎ কুতুবখানা।

> মেধাবী মেহনতী , দরিদ্র -অস্বচ্ছল ছাত্রদের জন্য বিশেষ বিবেচনার রয়েছে।

বিশেষ দ্রষ্টব্য:

* উভয় বিভাগের আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

* ভর্তির সময় নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে-

১. মেশকাত জামাতের সনদপত্র, নম্বরপত্র ও দাওরায়ে হাদিসের ২য় সাময়িক পরীক্ষার নম্বরপত্র।

২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি।

৩. স্থানীয় জনপ্রতিনিধির (চেয়ারম্যান, কাউন্সিলর প্রমুখ) প্রশংসাপত্র।

৪. শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ।

৫. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।

বিনীত: মুফতি আবুল কাসেম মুহাম্মাদ তাজুল ইসলাম

প্রতিষ্টাতা মুহতামিম, জামিয়া শায়খ জামিল আহমদ ঢাকা।(শায়খ জামিল মাদরাসা পলাশনগর, মিরপুর-১১)

যোগাযোগঃ 01976919780 (Whatsapp)

যাতায়াত: ঢাকার যে কোন স্থান থেকে মিরপুর-১০/১১/১৩/কালশী এসে রিক্সা যোগে পলাশনগর  বেলতলা।

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন : 01616919780

মাদরাসার ফেইসবুক পেইজ: https://www.facebook.com/jamiashaikhjamlahmd/

এনএ/