শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

'সুস্থ সংস্কৃতি চর্চাই আমাদের সুন্দর পথে নিয়ে যেতে পারে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গতকাল জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের ৩মাস ব্যাপী ১৯তম সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন হয়েছে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ।

কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌসের সভাপতিত্বে সকাল ১০টায় নির্ধারিত দুইশতাধিক শিক্ষার্থীদের এ কর্মশালার উদ্বোধন করেন কলরবের পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ্‌ ইফতেখার তারিক ।

আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মুহাম্মদ আশরাফ আলী আকন, কলরব অভিভাবক পরিষদের সদস্য মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা নেছার উদ্দীন, মুফতি মোস্তফা কামাল, কলরবের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ, যুগ্মনির্বাহী মুহাম্মদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন ও আবু রায়হান প্রমুখ ।

বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি চর্চাই আমাদের সুন্দর পথে নিয়ে যেতে পারে, দিতে পারে উভয় জগতে মুক্তি । তাই এর চর্চা বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে ।

কর্মশালার বিশেষ পর্বে ইয়াসিন হায়দার ও ইলিয়াস হাসানের উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন কলরবের শিশুকিশোর শিল্পীরা।

উল্লেখ্য, আইনুদ্দীন আল আজাদ রহ. ২০০৪ সালে কলরব প্রতিষ্ঠা করে এবং নিজ প্রতিভা ও প্রচেষ্টার গুণে ইসলামী সংগীতকে এদেশের সর্ব সাধারণ মানুষের সামনে ব্যাপকভাবে তুলে ধরার প্রয়াস পান। সেই থেকে বাড়তে থাকে কলরবের কাজের পরিধি। সবখানে সাড়া পড়ে সুর ও সংগীতের। শুরু হয় বিনোদন অঙ্গনে সুস্থ ধারার নতুন জোয়ার। বর্তমানে ইসলামী সংগীত, কনসার্ট ও দেশের বেশিরভাগ টিভি ও এফএম রেডিও চ্যানেলে কলরবের সংগীত প্রচার ইসলামী সংগীতের একটি বিপ্লবের প্লাটফর্ম।

২০১০ সালে এক সড়ক দূর্ঘটনায় প্রতিষ্ঠাতা আইনুদ্দীন আল আজাদ রহ. এর ইন্তেকালের পর অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে বর্তমান প্রধান পরিচালক আলহাজ্ব রশিদ আহমাদ ফেরদৌসের পরিচালনায় কলরব তার সুনির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে চলছে এদেশের কোটি ইসলামী সংগীতপ্রেমী মানুষের অকৃত্রিম ভালোবাসা নিয়ে।

কলরবের বর্তমান কার্যক্রম ও সাফল্য বর্তমানে সাড়াদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত কলরবের ব্যাপক পরিচিতি ও চাহিদা রয়েছে। সে প্রেক্ষিতে সারাবছর জুড়েই কলরব শিল্পীদের পরিবেশনায় দেশের বিভিন্ন প্রান্তে ছোট থেকে নিয়ে বড় বড় ইসলামী সংগীত অনুষ্ঠান ও কনসার্ট হয়ে আসছে। এবং প্রতিটি অনুষ্ঠানই মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হচ্ছে। দেশের অন্যান্য ইসলামী শিল্পী গোষ্ঠীগুলোও কলরবকে রোল মডেল হিসেবে গ্রহণ করছে।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ