আওয়ার ইসলাম : শিশুদের ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের হাত থেকে বাঁচাতে আন্তর্জাতিক মানের আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে তিউনিসিয়া। এ লক্ষ্যে তিউনিসিয়ার সরকার দুটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে।গতকাল বুধবার তিউনিসিয়ার মন্ত্রিপরিষদ এ সম্মেলনের অনুমোদন দেয়।তিউনিসিয়ার নারী, শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী নাজিহা লাবিদি স্থানীয় ‘জাহরাওয়া নামক স্থানীয় টিভি সেন্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
ইউরোপের বাইরে তিউনিসিয়াই শিশুদের রক্ষায় সর্বপ্রথম এমন কোনো সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
মন্ত্রী বলেন প্রতি বছর ২ শত শিশু তিউনিসিয়ার ধর্ষণের শিকার হয়।
সম্মেলনে শিশুর বিরুদ্ধে যেকোনো যৌন নিগ্রহ ও অপরাধের ব্যাপারে আলোচনা হবে। এতে অংশ সর্বশ্রেণি ও পেশার মানুষ। তারা যৌন নিগ্রহ ও অপরাধের কারণ ও প্রতিকার বিশ্লেষণ করবেন।
কেনো যৌনতায় আগ্রহ হারাচ্ছে জাপানি তরুণরা?
লাবিদি বলেন, ‘শিশুর সুরক্ষায় তিউনিসিয়া বিশ্বে নবম এবং আরব দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে।’
তিনি বলেন, সম্মেলনে শিশুর অধিকারের ব্যাপারে তিনটি দাবি উত্থাপন করা হবে। তাহলো, প্রত্যেক শিশুর নামে একটি নথি খোলা হবে, সেখানে তাদের বিস্তারিত তথ্য থাকবে। প্রত্যেক শিশু তাদের মৌলিক অধিকারপ্রাপ্ত হবে। কোনো শিশু নিগ্রহের শিকার হলে সে সরাসরি অভিযোগ পেশ করতে পারবে।
সূত্র : মিডলইস্ট মনিটর