দেওবন্দের ফতোয়া: নারী-পুরুষ সবাই মসজিদে আয়েশা থেকে ওমরার এহরাম বাঁধতে পারবে
প্রকাশ:
১৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
মুফতি ইমরানুল বারী সিরাজী হজ ও ওমরা করতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কা শরিফে যান লক্ষ লক্ষ মুসলমান। মক্কা শরিফ যাওয়ার পর কিছু মাসআলা-মাসায়েল নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়ে থাকে। অনেকে অনেক মতামত পেশ করে থাকেন। যে কারণে সাধারণ মুসল্লিদের অনেক বিড়ম্বনায় পড়তে হয় ও সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। সৌদি আরবের নাগরিক নন। অন্য দেশ থেকে এসেছেন মক্কায় হজ ও ওমরা করার জন্য। বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা যারা যাচ্ছি। মক্কা শরিফ অবস্থান করার অবস্থায় যদি নফল ওমরা করতে চাই তাহলে কোথায় থেকে এহরাম বাঁধবো? এ বিষয়টির সঠিক উত্তর জানার জন্য উপমহাদেশের অন্যতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগে বাংলাদেশের একজন আলেম ফতোয়া চেয়েছেন। দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগের পক্ষ থেকে বিশদাকারে একটি ফতোয়া প্রদান করেছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়ার অনুবাদ হুবহু পাঠকদের জন্য তুলে ধরছি।
শিরোনাম: মসজিদে আয়েশা থেকে এহরাম বাঁধা উত্তর: (১-২) যে ব্যক্তি ব্যবসা অথবা অন্য কোন কারণে মক্কায় অবস্থান করছেন যদি তিনি ওমরা করতে চান অথবা মক্কার বাহিরের হাজি কিংবা ওমরা পালনকারী যিনি হজ ও ওমরা পালন করার পর মক্কায় অবস্থান করছেন। তিনি যদি আরো নফল ওমরা করতে চান তাহলে মসজিদে আয়েশা থেকে এহরাম বাঁধতে পারবেন। বরং হানাফি মাজহাব অনুযায়ী ওই ব্যক্তির জন্য মসজিদে আয়েশা (তানইম) থেকে এহরাম বাঁধা উত্তম। তথ্যসূত্র: বোখারি শরিফ, খণ্ড-১, পৃষ্ঠা-১২০, ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-৪৭৮,৪৭৯, মিরকাত শরহে মিশকাত, খণ্ড-৫, পৃষ্ঠা-১৮৪১,মাবসুত, খণ্ড-৪, পৃষ্ঠা-১৬৭। লেখক: খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান,ঢাকা। এনএ/ |