আওয়ার ইসলাম: জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরবের ২০১৭-১৯ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের অভিভাবক ও নির্বাহী পরিষদের যৌথ বৈঠকে এ কমিটি নির্বাচিত হয়।
এতে প্রধান পরিচালক পুর্ননির্বাচিত হয়েছেন রশিদ আহমাদ ফেরদৌস, পরিচালক শাহ ইফতেখার তারিক, যুগ্ম পরিচালক ইমতিয়াজ মাসরুর, নির্বাহী পরিচালক পুননির্বাচিত হয়েছেন সাঈদ আহমাদ এবং যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামান।
রাজধানীর পুরানা পল্টনস্থ কলরবের কেন্দ্রীয় কার্যালয়ে অভিভাবক পরিষদের সদস্য মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অভিভাবক পরিষদের সদস্য মাওলানা নেছার উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মুফতী শফিকুল ইসলাম এবং মুফতী মোস্তফা কামালসহ কলরবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
কমিটির অন্যান্য নির্বাচিত দায়িত্বশীলরা হলেন
সংগঠন বিভাগ: পরিচালক, আমিনুল ইসলাম মামুন
সহযোগী পরিচালক: সাঈদুজ্জামান নূর, আরিফ আরিয়ান ও নজরুল ইসলাম
সংগীত বিভাগ : পরিচালক, আবু রায়হান
সহযোগী পরিচালক: আহমদ আব্দুল্লাহ্, মাহ্ফুজুল আলম ও হাসান মাহদী
আবৃত্তি বিভাগ: পরিচালক, ইয়াসিন হায়দার
উপস্থাপনা বিভাগ: পরিচালক, ইলিয়াস হাসান
সাহিত্য বিভাগ: পরিচালক, রোকন রাইয়ান
সহযোগী পরিচালক: রায়হান ফারুক
থিয়েটার বিভাগ: পরিচালক, ওমর আব্দুল্লাহ্
সহযোগী পরিচালক: ইলিয়াস আমিন
গীতি ও সুর বিভাগ: পরিচালক, জাফর আহমাদ রাবী
প্রযুক্তি বিভাগ : পরিচালক, ইকবাল মাহমুদ
সহযোগী পরিচালক: ফখরুল হক
ক্বেরাত বিভাগ : পরিচালক, হুসাইন আদনান
সহযোগী পরিচালক: সানিম মাহমুদ
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ: পরিচালক, সালেহ্ ইউসুফ
সহযোগী পরিচালক : মাহবুবুর রহমান, আব্দুল আজিজ ও আব্দুজ জাহের
চিত্রাঙ্কন ও চিত্রগ্রহণ: পরিচালক, রাকিব রায়হান
সহযোগী পরিচালক: সালমান সাদী
উলেখ্য ২০০৪ সালে প্রখ্যাত ইসলামীসংগীত শিল্পী আইনুদ্দীন আল আজাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। দেশব্যাপী ইসলামী সংস্কৃতি ও সংগীত প্রসারে কাজ করছে সংগঠনটি। ইতোমধ্যে সংগঠনটির শিল্পীরা কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতিপদকসহ অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন।
কলরবে কোনো সমস্যা নেই, লাখও মানুষের ভালোবাসা আছে: রশিদ আহমদ ফেরদৌস