বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ইসলামী ফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তাদের বার্ষিক আয়-ব্যয়ের চূড়ান্ত বিবরণী নির্বাচন কমিশনে প্রদান করেছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনারের হাতে তাদের হিসাব তুলে দেন।

কমিশনারের পক্ষে বিবরণী গ্রহন করেন সচিব হেলালুদ্দীন আহমদ। তার সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতাদের সাথে কুশল বিনিময় করেন।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব আ.ন.ম মাসউদ হুসাইন আল কাদেরী, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সচিব সৈয়দ মুহাম্মদ মুজাফফর আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল মতিন, সহকারী দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিম, ঢাকা মহানগরের অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হেলাল উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার অর্থ সম্পাদক মুহাম্মদ ইমরান হুসাইন তুষার প্রমুখ।

নেতৃবর্গ আগামী নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ করা যায় সে জন্য নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শের আশ্বাস প্রদান করেন।

দারুল উলুম দেওবন্দে আল্লামা আহমদ শফি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ