তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমি সকল মুসলিমকে বলছি যাদের সুযোগ আছে তারা জেরুজালেমে আসুন। সবাই মিলে একে রক্ষা করতে হবে।
তিনি বলেন, ইসরাইল মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা দখল করার চেষ্টা করছে। মেটাল ডিটেক্টর মূলত বাধা দেয়ার জন্য নয় আল আকসাকে দখল করার জন্যই বসানো হয়েছে।
বুধবার আঙ্কারায় দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক সভায় এরদোগান বলেন, 'পবিত্রস্থান আল-আকসায় নামাজ আদায়ে যাওয়া মুসলিমদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণ কোনো মতেই মেনে নেয়া হবে না।'
একেপি চেয়ারম্যান এসময় ফিলিস্তিনি নাগরিকদের আল-আকসায় নামাজ আদায়ে ইসরাইলি বাধা প্রদানের তীব্র নিন্দা জানান। তিনি আল-আকসা রক্ষায় মুসলিম জাতিকে এক হওয়ারও আহ্বান জানান।
এদিকে আল-আকসা রক্ষায় ডাক দিয়েছেন এক সৌদি প্রিন্সও। এছাড়া ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন জানিয়েছে বাংলাদেশ, সুদান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরাও।
সূত্র: মিডল ইস্ট মনিটর