আওয়ার ইসলাম : বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি সংলাপের জন্য সুশীল সমাজের ৬০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ করার কথা জানিয়েছেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।
আগামী সোমবার থেকে তাদের নিকট মন্ত্রণপত্র পৌঁছানোর কাজ শুরু হবে। তবে এ তালিকা দীর্ঘও হতে পারে বলে তিনি জানান।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এ কথা বলেন।
ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ৩১ জুলাই থেকে সংলাপ শুরু হবে।
ইসি সচিব জানান, ইসির একাদশ জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী ৩১ জুলাই সংলাপ শুরু হবে। ওই দিন সকাল ১১টায় সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে ইসি বৈঠক করবে। এজন্য এ পর্যন্ত ৬০ জনের একটি তালিকা তৈরি করে আমন্ত্রণ জানানো হচ্ছে।
আমন্ত্রিতদের তালিকায় সাবেক আমলা, কূটনীতিক, বিচারপতি, আইনজ্ঞ, মিডিয়া ব্যক্তিত্ব, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, কলামিস্টসহ সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
সংলাপের বিষয়বস্তু কী—জানতে চাইলে ইসি সচিব বলেন, 'আলোচনার বিষয়বস্তু এখনও চূড়ান্ত হয়নি। আমাদের সংলাপের মূল লক্ষ্য হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা।’