আওয়ার ইসলাম: আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচন। রাজধানী নয়াদিল্লীর পার্লামেন্ট ও রাজ্যের বিধানসভাগুলোতে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যরা ভোট দিয়ে তাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।
স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গণনা করা হবে আগামী ২০ জুলাই।
বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বিহারের সাবেক রাজ্যপাল রামনাথ কোবিন্দ। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ’র প্রার্থী সাবেক লোকসভার স্পিকার মীরা কুমার।
দুজন প্রার্থীর মধ্যে রামনাথ কোবিন্দই হচ্ছেন পরবর্তী এমনটাই ধারণা করছেন অনেকে। কেননা অধিকাংশ রাজ্যের বিধায়ক এবং পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠ সদস্যই বিজেপি দলীয়। তাই এটা মোটামোটি নিশ্চিত যে সংখ্যাগরিষ্ঠদের ভোটে রামনাথ কোবিন্দই হতে যাচ্ছেন ভারতের পরবর্তী চতুর্দশ রাষ্ট্রপতি।
বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নির্বাচিত নতুন রাষ্ট্রপতি শপথ নিবেন ২৫ জুলাই। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার।
এসএস/