ভারতের উত্তরপ্রদেশ বিধানসভার মধ্য থেকে ৬০ গ্রাম বিস্ফোরক পাউডার উদ্ধার করা হয়৷ গত ১২ জুলাই কুকুর দিয়ে তল্লাশির সময় বিস্ফোরকের সন্ধান মেলে। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
ফরেন্সিক রিপোর্টে জানানো হয়েছে, পিইটিএন (পেনটায়েরিথ্রিটল টেনট্রানাইট্রেট) জাতীয় বিস্ফোরক মিলেছে। ওই বিস্ফোরক প্লাস্টিক জাতীয় হওয়ায় সহজেই মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়। এমনকি ওই বিস্ফোরক স্নিফার ডগেরও নজর এড়াতে সক্ষম।
ধর্মীয় স্থানের কাছে মদের দোকান রাখা যাবে না; যোগি আদিত্যনাথ
এদিকে ঘটনাটি খতিয়ে দেখতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ বিধায়কদের নিরাপত্তা ও বিধানসভার মধ্যে বিস্ফোরক নিয়ে উদ্ধারের ঘটনায় বেশ উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷
বিধানসভার মধ্যে বসানো সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখারও কাজ শুরু হয়েছে৷ রাজ্যের অত্যন্ত গুরুত্ব ও সংরক্ষিত এলাকার মধ্যে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখোমুখি বিধায়কদের নিরাপত্তা৷
এম/আর/এইচ