বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


অার্ন্তজাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, নির্মিত হবে ইন্দোনেশিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশ্বের মুসলিম প্রধান দেশসমূহের মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। এরই ধারাবাহিকতা বজায় রাখতে ইন্দোনেশিয়ায় নির্মিত হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো গত বছর সেদেশে অনুষ্ঠিত ৩৬তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় এই বিশ্ববিদ্যালয় নির্মাণের খবর দেন। তবে বিশ্ববিদ্যালয়টি কবে নির্মাণ হবে সে সম্পর্কে কিছু বলেননি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন: ইন্দোনেশিয়াকে ইসলামী শিক্ষায় পরিণত করার এটিই উত্তম সময়। যে দেশে সবচেয়ে অধিক মুসলিম অধিবাসী রয়েছেসে দেশে ইসলামী শিক্ষা অর্জন করার জন্য বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সুযোগ করে দেয়া হবে।

তিনি জনগণের নিকট কুরআনকে অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণ ও সৌন্দর্য জীবন গড়ার আহ্বান জানিয়েছেন।

মিশরব্রিটেনআমেরিকাকানাডা ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞগণ এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত প্রোগ্রাম সম্প্রসারণের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করবেন। উক্ত বিশ্ববিদ্যালয়ে ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

এই বিশ্ববিদ্যালয়ে ইসলামী ও আন্তর্জাতিক বিষয়বস্তু আলোকে স্টাডিজ ও গবেষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের ৭৫ শতাংশ শিক্ষার্থী বিদেশী হবে।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ