বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গা সমস্যার উৎস মিয়ানমারে সমাধানও মিয়ানমারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হাই কমিশনার ফিলিপ গ্র্যান্ডি বলেছেন, রোহিঙ্গা সমস্যার উৎস মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে। আমরা এই সমস্যা নিরসনে কাজ করছি।

গতকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে যাচাইবাছাই করে যারা মিয়ানমারের নাগরিক হিসেবে চিহ্নিত হবে, মিয়ানমার সরকার তাদের ফেরত নেবে।’

গতকাল সোমবার ফিলিপ গ্র্যান্ডির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। সোমবার দুপুরে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে পৌঁছান। এসময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন।

এরপর দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যায়। সেখানে পরিদর্শন শেষে তারা কক্সবাজার শহরের ফেরেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে ১৫ সদস্য ছিলেন, বলে জানা গেছে।

বৈঠকের পর জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘প্রতিনিধি দলটি বৈঠকে রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ করেছেন। তারা মূলত রোহিঙ্গারা কি কারণে বাংলাদেশে পালিয়ে এসেছেন তা অবগত রয়েছেন। এ সমস্যা সমাধানে তারা কাজ করছে বলেও জানিয়েছে।’

গত শুক্রবার ফিলিপ গ্রান্ডি মিয়ামার সফর করেন। মিয়ারমার সফরকালে তিনি দেশটির সরকার দলীয় নেতা অং সান সুচির সাথে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলাপ করেন।

মিয়ানমার সফর শেষে ফিলিপ গ্রান্ডি বাংলাদেশে আসেন। গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ফিলিপ গ্র্যান্ডির।

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহবান জাতিসংঘ শরণার্থী সংস্থার

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ