বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


আওয়ামী লীগকে ১০০ প্রার্থীর তালিকা দিলেন; এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একক নির্বাচন ও ক্ষমতায় আসার যতই হাকডাক করুন না কেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বিএনপি নির্বাচনে এলে মহাজোটের শরীক হয়েই ভোটযুদ্ধে লড়বেন।

এরশাদের দলের সকল স্তরের নেতারা বলছেন, এককভাবে নির্বাচন করলে জাতীয় পার্টি ছাড়া কারো জয়লাভের সম্ভাবনা নেই। আওয়ামী লীগের সঙ্গে জোট করলে বিপুল সংখ্যক প্রার্থী যেমন বিজয়ী হবে তেমনি আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়েও ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদী।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এরই মধ্যে তার পার্টির ১০০ প্রার্থীর তালিকা আওয়ামী লীগকে দিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে এই তালিকা দেওয়া হয়েছে। বর্তমান সংসদে জাতীয় পার্টির যেসব সদস্য রয়েছেন তাদের সঙ্গে বাকি প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে।

জাতীয় পার্টি সূত্র জানায়, এরশাদ আশা করেন নুন্যতম ৭০টি আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড় দেবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ৭০টি আসনে ছাড় দিতে চেয়েছিল। কিন্তু নির্বাচনে এসে এরশাদ আকস্মিক সরে যাওয়ায় জাতীয় পার্টি এটি অর্জন করতে পারেনি। জাতীয় পার্টির আশা আগামী নির্বাচনে তাদের সেই প্রত্যাশা পূরণ হবে।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ