ভারতীয় সংগীত শিল্পী এ আর রাহমান নিজের সাফল্যের পেছনে ইসলামি ভাবধারারই সবচেয়ে বেশি অবদান বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অস্কারজয়ী এ শিল্পী বলেন, ‘ইসলাম একটি সাগরের মতো। এতে অনেক রকম ভাবধারা রয়েছে। প্রায় ৭০টির মতো ধারা রয়েছে মুসলিমদের। আমি তার ভেতরে সুফি ভাবধারাকে বেছে নিয়েছি। সুফিবাদ প্রেমের কথা বলে। মানুষে মানুষে ভালোবাসার কথা বলে। আজ আমি যে অবস্থানে রয়েছি তার পেছনে সবচেয়ে বড় অবদান আমার ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের।’
দক্ষিণ ভারতের এক হিন্দু পরিবারে জন্ম নেয়া রাহমানের পিতৃপ্রদত্ত নাম ছিল এ এস দীলিপ কুমার। তার বাবার মৃত্যুর পর চরম অর্থসংকটের মুখোমুখি হয় রাহমানের পরিবার।
১৯৮৪ সালে যখন তার বয়স ৯ বছর, তখন বোনের অসুস্থতার সময় কাদেরিয়া তরিকার ইসলামি ভাবধারার সঙ্গে পরিচিত হন তিনি। পরে ২০ বছর বয়সে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ আর রাহমান আরো বলেন, ‘ইসলামি চেতনা আমাকে বদলে দিয়েছে। আমাকে নতুন জীবন দিয়েছে।’ এ মুহূর্তে বিশ্বজুড়ে যে হানাহানি ও সন্ত্রাসবাদ তার পেছনে বিশ্ব-রাজনীতিকেই দায়ী করেছেন এ তারকা। এর জন্য ইসলামকে দায়ী করা যাবে না- এমনটাও বলেছেন তিনি।
এআর রহমান দেশীয় আন্তর্জাতিক নানা পুরষ্কার অর্জন করেছেন।
আলিম ফল প্রত্যাশীদের সেশনজটমুক্ত অনার্স ভাবনা