আওয়ার ইসলাম : বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে সম্প্রতি প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ভুল ও তথ্য-প্রমাণহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ‘ইটাল থাই’ ও ‘সিনোহাইড্রো’ করপোরেশনের সঙ্গে যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শত শত মানুষকে গুম এবং গোপন স্থানে আটকে রাখার অভিযোগ এনেছে।
নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনা মোতায়েন করবে: ওবায়দুল কাদের
প্রতিবেদন প্রকাশ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের এখনও দেড় বছর বাকি। এ সময়ে দেশে অনেক নাটক ও ষড়যন্ত্র হচ্ছে এবং হবে আগামি নির্বাচনকে বানচাল করার জন্য।
কিন্তু এগুলো যেন দেশ ও জাতির বিরুদ্ধে না হয়। দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না।
তিনি আরো বলেন, তারা যে গুম-খুনের কথা বলেছে আমরা তথ্য, প্রমাণসহ নামগুলো দেখতে চাই। সঠিক তথ্য প্রমাণাদি দিলে আইনত ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।
সেতুমন্ত্রী বলেন, আগামী ৮ জুলাই দলীয় বৈঠক এবং ৯ জুলাই সংসদ অধিবেশন আছে । সেখানে আমরা এ বিষয়ে আলোচনা করবো।
-এআরকে