আওয়ার ইসলাম : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে সরকার এক চুলও নড়বে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ জননী জাহানারা ইমামের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
খাদ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন সংবিধানের নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, যদি তারা না আসে তাহলে তো নির্বাচন থেমে থাকবে না। সংবিধানের নিয়মে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কারও সাথে আপোস করা হবে না, যদি কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাহলে আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে বলে জানান তিনি।
আজ ৫ জুলাই বুধবার সকাল ১০.৩০ টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে (২য় তলায়) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ জননী জাহানারা ইমামের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধীদের বিচার-বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা-শহীদ জননী জাহানারা ইমামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম এম.পি।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম।
বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কবরী সারওয়ার, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কামরুল হাসান খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।