সিরিয়ায় প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবিসহ ব্যাংক নোট চালু করেছে।
সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রোববার থেকে ওই ব্যাংক দেশে ২,০০০ সিরিয়ান লিরার নোট বাজারে ছেড়েছে যার আন্তর্জাতিক মূদ্রামান প্রায় ৪ ডলার। এই নোটের উপর প্রেসিডেন্ট আসাদের ছবি রয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় ১৭ বছর আগে ক্ষমতায় এলেও এই প্রথম তার ছবি সিরিয়ার মুদ্রায় প্রকাশ পেল। এতদিন দেশটির মুদ্রায় শুধু সাবেক প্রেসিডেন্ট ও আসাদের বাবা হাফেজ আল-আসাদের ছবিই শোভা পেত।
সিরিয়ার সেনাবাহিনী যখন দেশটিতে তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে একের পর এক বিজয় অর্জন করছে তখন নয়া ব্যাংক নোট চালু করার খবর এল।
সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দুরাইদ দুরঘাম বলেছেন, যুদ্ধের কারণে বাজারে বিদ্যমান ব্যাংক নোটের ঘাটতি দেখা দেয়ার কারণে নতুন নোট ছাপানো হয়েছে। প্রাথমিকভাবে রাজধানী দামেস্কসহ আরো কয়েকটি প্রদেশে নতুন নোটটি ছাড়া হয়েছে বলে তিনি জানান।
সূত্র: পার্সটুডে