আওয়ার ইসলাম : ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনে শান্তি প্রক্রিয়া আবার শুরু করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জেরার্ড কুশনার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফরের সময় ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়েছেন।
২০১৪ সালে স্থবির হয়ে পড়া ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা আবার চালু করার ব্যাপারে জেরার্ড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত জেসন গ্রীনবাল্ট ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল (বুধবার) যে বৈঠক করেছেন তা অত্যন্ত ফলপ্রসূ ছিল বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।
অন্যদিকে, কুশনার, গ্রীনবাল্ট এবং মার্কিন কনস্যুল জেনারেল ডোনাল্ড ব্লোম পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং তার শীর্ষস্থানীয় উপদেষ্টাদের সঙ্গে পৃথক আলোচনা করেছেন। তারা এসময় ফিলিস্তিনিদের অগ্রাধিকার এবং পরবর্তীতে সম্ভাব্য করণীয় বিষয়ে আলোচনা করেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
সূত্র : পার্সটুডে